আপনি কি জানেন “Captain America: Civil War” এ “Iron-Man” কেন “Spider-Man” কে "Underoos" বলে ডেকেছিল ???
কারণ ১৯৭৭ সালের দিকে "Underoos" অনেক নাম করা একটা “underwear” এর নাম ছিল যেটি তৈরি হয়েছিল বিভিন্ন রকমের সুপার হিরো দের পোশাক থেকে উৎসাহ পেয়ে এবং একি সাথে এইটাও বলা যেতে পারে যে সেই সময় এর সবচেও সহজ এবং নিম্ন মানের উপাই ছিল “underwear” প্যান্টের উপরে পড়ে সুপার হিরো হওয়াটা ।
সুতরাং , আবার ২০১৬ সালে এসে Spider-Man এর পোশাক টা মারভেল স্টুডিও যে ভার্সন নিয়ে এসেছে সেটা অনেকটা অতিত-কালের(১৯৭৭) মতো । তাই “Iron-Man” যখন Spider-Man কে এই আউটফিট এ দেখে তাঁর কাছে মনে হই যেন ১৯৭৭ সালের একটা ছোট বাচ্চা underwear পড়ে দৌড়াই বেড়াচ্ছে সেই কারণেই “Iron-Man” “Spider-Man” কে "Underoos" বলে ডেকেছিল “Captain America: Civil War” এ ।